ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এএনসিকে আর ভোট দেব না: ডেসমন্ড টুটু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ১০, ২০১৩
এএনসিকে আর ভোট দেব না: ডেসমন্ড টুটু

ঢাকা: বৈষম্য, দুর্নীতি আর সহিংসতার কারণে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দেশের শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর সমর্থন হারাল। আর কোনো দিন দলটিকে ভোট দেবেন না বলে জানিয়েছেন তিনি।



দক্ষিণ আফ্রিকার মেইল ও ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে এক নিবন্ধ থেকে জানা গেছে তার এ সিদ্ধান্ত। ওই নিবন্ধে তিনি লিখেছেন, যেসভাবে চলছে সেজন্য আমি আমার তাদেরকে ভোট দিতে পারব না বলে দুঃখিত। ”

৮১ বছর বয়সী টুটু সংখ্যালঘু শাসকদের বিরুদ্ধে এএনসি’র আন্দোলনের একজন শক্ত সমর্থক ছিলেন।

এএনসির সাবেক নেতা নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আর্চবিশপ টুটু লিখেছেন, “নির্যাতন থেকে মুক্তির আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দেওয়ায় খুবই ভালো ছিল এএনসি। কিন্তু আমি বঝুতে পারছি না যে একটি স্বাধীনতার জন্য লড়াইকারী একক এতো সহজে একটি রাজনৈতিক দলে রূপান্তর হয়। ”

দক্ষিণ আফ্রিকাকে ‘বিশ্বের সবচেয়ে বৈষম্যমূলক সমাজ’ হিসেবে উল্লেখ করে তিনি দেশের দুর্নীতি, জবাবদিহিহীনতা ও সংবিধানের দুর্বলার বিষয়গুলো নিবন্ধে তুলে  ধরেছেন।

সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের শাসনের বিরুদ্ধে নিজেও আন্দোলন করে টুটু। ১৯৮৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।