ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের রেলমন্ত্রী পবনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, মে ১০, ২০১৩
ভারতের রেলমন্ত্রী পবনের পদত্যাগ

ঢাকা: অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী পবন কুমার বানসাল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর বৈঠকের পর শুক্রবার পদত্যাগ করেন পবন কুমার।



রেলওয়ের একটি পদে নিয়োগকে কেন্দ্র ঘুষ কেলেঙ্কারি জন্য পবনকে পদত্যাগ করতে হলো। রেলওয়ের ওই পদে নিয়োগ দেওয়ার জন্য বিশাল অঙ্কের টাকা নিয়েছে পবন কুমারের ভাগ্নে। আর এটি হয়েছে পবনের প্রভাবকে কাজে লাগিয়ে। বিরোধীদের এমন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে।

চলতি সপ্তাহে পবন কুমার ও কেন্দ্রীয় আইনমন্ত্রী আশওয়ানি কুমারের পদত্যাগে দাবিতে নিজের অনড় অবস্থান ব্যক্ত করে প্রধান বিরোধী দল বিজেপি। দলটি হুমকি দেয়, এই দুই নেতাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত তারা পার্লামেন্টে জাতীয় খাদ্য নিরাপত্তা বিল ও ভূমিগ্রহণ বিল পাস হতে দেবে না।

বানসাল যে পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তা বৃহস্পতিবার রাতেই টের পাওয়া গিয়েছিল। ওইদিন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দেননি তিনি।

ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ পবন কুমারের ভাগ্নে বিজয় সিংকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।