ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গ্যাপের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রম সংগঠনের প্রতিবাদ আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, মে ১০, ২০১৩
গ্যাপের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রম সংগঠনের প্রতিবাদ আন্দোলন

ঢাকা: যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একটি শ্রমিক সংগঠন বিশ্বের খ্যাতনামা পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান গ্যাপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, গ্যাপ বাংলাদেশকে শ্রমিকদের মৃত্যুকূপে পরিণত সাহায্য করছে।



যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভিন্ন পেশার প্রায় বিশ লাখ শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে সার্ভিস ইমপ্লয়ি ইন্টারন্যাশনাল ইউনিয়ন (সিইআইইউ)। এই শ্রমিক সংগঠনের সভাপতি নোয়েল বিসলি বলেন, “বাংলাদেশের সাভারে ভবন ধসের ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন এই সংখ্যা নয় শতাধিক। ”

খুচরা বিক্রেতা কোম্পানি গ্যাপের নির্মিত পোশাক ওই ভবন ধসের ভেতর পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খুচরা পোশাক বিক্রয়কারী এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে পোশাক তৈরি করে আসছে।

আড়াই বছর আগে একটি আগুন লাগা পোশাক কারখানা থেকে গ্যাপের পোশাক পাওয়া গিয়েছিল। আগুনে ওই পোশাক কারখানার ২৯ জন শ্রমিক মারা গিয়েছিল।

আন্তর্জাতিক শ্রম অধিকারের পরিচালক লিয়ানা ফক্সভগ বলেন, “বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়ে যদি গ্যাপ অগ্রসর হয়, তাহলে অন্য কোম্পানিগুলো তাকে অনুসরণ করবে এবং এসব বিপর্যয় থেকে দূরে থাকা যাবে। ”

বিসলি জানান, শুধু গ্যাপ নয়, অন্যান্য বড় পোশাক কোম্পানিগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে। কিন্তু গ্যাপ তাদের সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, শিগগিরই গ্যাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিকাগো, সান ফ্রান্সিসকো, বোস্টন এবং নিউ ইউর্কে শ্রমিক সমাবেশ হবে।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মে ১০, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম, কবির হোসেন ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।