ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গোপনে কবর দেওয়া হল তামেরলানকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, মে ১১, ২০১৩
গোপনে কবর দেওয়া হল তামেরলানকে

ঢাকা: যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে সন্দেহভাজন বোমা হামলাকারী নিহত তামেরলান সারনায়েভকে ভার্জিনিয়ার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

তামেরলানের মরদেহ নিতে ইচ্ছুক এমন একটি সম্প্রদায়ের ব্যর্থ সন্ধান শেষে চলতি সপ্তাহে গোপনে একটি ছোট কবরস্থানে তাকে দাফন করা হয়।

তবে তার চাচা রুসলান সারনির সম্মতিতে তাকে কবর দেওয়া হয়েছে। তামেরলানের স্ত্রী স্বামীর মরদেহ শ্বশুরপক্ষের কাছে হস্তান্তরের কথা জানালে রুসলান মরদেহের দায়িত্ব নেন।

তামেরলানকে কবর দেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মরদেহ দাফন হয়েছে, এটিই বেশ। ”

কবরস্থানের আশেপাশের স্থানীয়রা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মুসলিম সম্প্রদায়ের লোকেরা জানান, তামেরলানকে দাফন করার আগে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। একজন প্রতিবেশী আরো জানান, তিনি জানতেন না তিনি একটি কবরস্থানের পাশে বসবাস করছেন।

ভার্জিনিয়ার ইসলামিক কেন্দ্রের ইমাম আম্মার আমোনেত্তি বলেন, “ গোটা মুসলিম সম্প্রদায় ক্ষিপ্ত। সত্যি বলতে আমরা ক্ষিপ্ত কারণ আমাদের কোনো তথ্য দেয়া হয়নি। সবকিছু করা হয়েছে আমাদের কাছে গোপন রেখে। তামেলানকে এখানে দাফন করার পেছনে কোনো যুক্তি নেই। ”

১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে বোমা হামলার সন্দেহভাজন ২৬ বছর বয়সী তামেরলান ১৯ এপ্রিল পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়। একই দিন তার ছোট ভাই জোখার পুলিশের হাতে গ্রেফতার হয়। নিহত হওয়ার পর থেকে পুলিশের কাছেই ছিল তার লাশ। ওই হামলায় তিনজন নিহত ও আড়াই শতাধিক লোক নিহত হয়।

ছেলেকে দাফন করার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সারনায়েভ ভাইদ্বয়ের বাবা আনজোর সারনায়েভের। কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি সফর স্থগিত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১১, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।