ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওয়ারিয়র গেমসের উদ্বোধনীতে প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ১১, ২০১৩

ঢাকা: যুক্তরাষ্ট্রে ভ্রমণের তৃতীয় দিনে প্রিন্স হ্যারি কলোরাডোতে অনুষ্ঠেয় ওয়ারিয়র গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

শনিবার গেমসের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

সাত দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ব্রিটিশ বিমান বাহিনীর পাইলট হ্যারি।

আহত সরকারি পুরুষ এবং নারী কর্মকর্তাদের এ গেসমটি প্যারা-অলিম্পিক স্টাইলে আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩শ জন আহত পুরষ ও নারী কর্মকর্তারা এতে অংশগ্রহণ করবেন।

প্রিন্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও কিছু ব্রিটিশ ক্রীড়াবিদদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এরপর তিনি একটি ভলিবল ম্যাচের প্রদর্শনী  উপভোগ করবেন।

সামরিক দাতব্য সংস্থা ‘হেল্প ফর হিরোজ’ অর্থ সহায়তায় ৩৫ সদস্যের শক্তিশালী ব্রিটিশ দল তীর নিক্ষেপ, সাইক্লিং, শুটিং, সাঁতার, ট্র্যাক এবং ফিল্ড, হুইলচেয়ার বাস্কেটবল ও সিটিং ভলিবলে অংশ নেবে।

উল্লেখ্য, প্রতি বছর মার্কিন অলিম্পিক কমিটি ওয়ারিয়র গেমসের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১১, ২০১৩
সম্পাদনা : বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।