ঢাকা: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের নারীরা দেশের সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে যথাযথ পর্দার ব্যবস্থার শর্তের ভিত্তিতে নারীদের ভোট প্রদানের অনুমতি দেয় ওয়াজিরিস্তানের শান্তি কমিটি।
তালেবান কমান্ডারসহ উলামা ও আহমাদজাই ওয়াজির উপজাতির নেতাদের নিয়ে গঠিত ওই শান্তি কমিটি। শুক্রবার জুমার নামাজের আগে নারীদের ভোট দেবার অনুমতি দেয়া হয়।
শান্তি কমিটি দক্ষিণ ওয়াজিরিস্তান এজেন্সির প্রশাসনিক সদর দফতার ওয়ানায় অনুষ্ঠিতব্য নির্বাচনী আচরণবিধি ঘোষণা কররে। কমিটির প্রধান তালেবান কমান্ডার সালাহউদ্দিন আইয়ুবি জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলা নিহত হন।
বৃহস্পতিবার রাতে তালেবানের শূরা কমিটির সদস্যরা ওয়ানায় নির্বাচন নিয়ে বৈঠক করে বলে জানা গেছে।
ওয়ানা থেকে আওয়ামি ন্যাশনাল পার্টির কর্মী আমজাদ ওয়াজির একটি সংবাদ সংস্থাকে টেলিফোনে বলেন, “ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে যথাযথ পরদাহর ব্যাবস্থা করা হলে শনিবারের নির্বাচনে নারীরা ভোট দিতে পারবে। ”
তবে কমিটি এটাও জানায় যদি কেউ ভোট গ্রহণ কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তাকে নগদ ১০ লাখ রুপি জরিমানা করা হবে এবং সেই সঙ্গে তার বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেয়া হবে।
কমিটি আরও জানায়, ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে এবং এখানে কারোর কোনো রকম অনিয়ম করার সু্যোগ নেই।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১১, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com