ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ: নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, মে ১১, ২০১৩
চীনে কয়লা খনিতে বিস্ফোরণ: নিহত ১২

ঢাকা: শনিবার চীনের দক্ষিনপশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিক নিহত ও ২ জন আহত। শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে প্রাদেশিক কর্মকর্তারা।



প্রদেশের কর্ম নিরাপত্তা বিভাগ জানিয়েছে, পিংবা  জেলার দাশান কয়লা খনিতে বিস্ফোরণের সময় ৩০ জন শ্রমিক কাজ করছিল। বিস্ফোরণের পর ১৬ জনকে জীবিতভাবে নিরাপদে গর্ত থেকে বের করা হয় এবং ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, আহত চার শ্রমিককে হাসপাতালে নেবার পর তাদের মধ্যে দুই জন মারা যান।
 
তদন্ত প্রতিবেদন জমা দিতে দেড়ি করায় দাশান কয়লা খনির নিরাপত্তার তত্ত্বাবধানকারী ডেপুটি প্রধানকে বহিষ্কার করা হয়েছে এবং কয়লা খনিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১১, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।