ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যোশী রেলমন্ত্রী ও সিব্বল আইনমন্ত্রীর দায়িত্ব পেলেন

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, মে ১১, ২০১৩
যোশী রেলমন্ত্রী ও সিব্বল আইনমন্ত্রীর দায়িত্ব পেলেন

কলকাতা: ভারতে রেলমন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল যথাক্রমে সি পি যোশী ও কপিল সিব্বলকে। শনিবার বিকেলে কংগ্রেস মুখপাত্র মনীষ তেওয়ারী এ ঘোষণা দেন।



ক্ষমতাসীন ইউপিএ-১ সরকারের আমলে রেলমন্ত্রী ছিল না কংগ্রেসের হাতে। এরপর ইউপিএ-২  সরকার গঠন হলেও রেলমন্ত্রীর দায়িত্ব ছিল ইউপিএ-২ জোট সরকার তৃণমূল কংগ্রেসের হাতে।

কিন্তু তৃণমূল কংগ্রেস ইউপিএ-২ জোট ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল কংগ্রেসেরই পবন কুমার বনশলের হাতে। কিন্তু বিভিন্ন দুর্নীতিতে জড়িত ইউপিএ-২ সরকার ফের রেলের দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়ে।

যার ফলে গত শুক্রবার ঘুষকাণ্ডে পবন কুমার বনশলের পদত্যাগের পর পরবর্তী রেলমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পেলেন সি পি যোশী।

অশ্বিনী কুমারের জায়গায় নতুন আইনমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পেলেন কপিল সিব্বল। একই সঙ্গে সড়ক পরিবহণমন্ত্রণালয়ের সঙ্গে রেলও সামলাবেন যোশী। পাশাপাশি টেলিকমমন্ত্রণালয়ের সঙ্গে আইনও সামলাবেন কপিল সিব্বল।
    
উল্লেখ্য, শুক্রবার রাতেই কয়লার ব্লক বন্টন সংক্রান্ত দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে সিবিআইয়ের হলফনামা এবং আদালতের পর্যবেক্ষণ সংক্রান্ত উদ্ধৃত পরিস্থিতির চাপে আইনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অশ্বিনীকুমার।

অন্যদিকে, রেলমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন পবন বনশল। এরপর সিপি যোশীকে রেলমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিপি যোশী এর আগেও রেলমন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

রাজনৈতিক মহলের মতে রাজস্থানের আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই সিপি যোশীকে ফের রেলমন্ত্রী করা হলো।  
    
এদিকে পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় অশ্বিনী কুমার বলেছেন, রাজনৈতিক কারণেই আইনমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রী ও কংগ্রেস হাইকমান্ড যা ঠিক মনে করেছে, দলের অনুগত সৈনিক হিসেবে তাই করেছি। তাঁর সম্পর্কে এমনকি সুপ্রিম কোর্টও কোনও বিরুপ মন্তব্য করেনি।

অবাঞ্ছিত বিতর্ক এড়াতেই ইস্তফা দিয়েছেন মন্তব্য করেছেন তিনি। এভাবে কার্যত দলের ঘাড়ে দায় চাপিয়ে পদত্যাগ করার পর প্রতিক্রিয়া দিলেন সদ্য সাবেক আইনমন্ত্রী।
    
বিরোধীদের একটানা চাপের মুখেও ক্যাবিনেটের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পাশেই ছিল সরকার । কিন্তু সনিয়া গান্ধী কখনই দলের ভাবমূর্তির সঙ্গে আপোষ করতে চাননি। ফলেই কোপ পড়ল পবন-অশ্বিনীর মন্ত্রণালয়ে। এমনই ব্যাখ্যা রাজনৈতিক মহলের।

বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, মে ১১, ২০১৩
শুভ/ভাষ্কর, সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।