ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেশোয়ারে ইমরান খানের জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, মে ১২, ২০১৩
পেশোয়ারে ইমরান খানের জয়

ঢাকা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান পেশোয়ার-১ আসনে জয়লাভ করেছেন। পেশোয়ার-১ আসনে ইমরান খানের জয় ও একই সঙ্গে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছেন আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সদস্য ও সাবেক মন্ত্রী গুলাম বিলোর।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর একজন তিনি।

৬৬হাজার ৪৬৪ ভোটে এগিয়ে থেকে এ আসন থেকে জয় লাভ করেন সাবেক এই ক্রিকেটার।

“জনগণ ইমরান খানের প্রতি আস্থা ও একই সাথে আমাদের প্রতি তাদের অনাস্থা প্রকাশ করেছে। ”— এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমরান খানকে অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন পাকিস্তানের সাবেক এই মন্ত্রী।

তিনি আরো বলেন, “জনগণ পরিবর্তন চেয়েছিলো। এবং আমি মনে করি তারা সঠিক নির্বাচন করেছে। এখন কেন জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, এর কারণগুলো খুঁজে বের করা দরকার বলে মনে করি। আমি তাকে অভিনন্দন জানাই”

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মে ১২, ২০১৩
টিকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।