কলকাতা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের বার্মার জেলার মাথারি গ্রাম থকে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি’র একটি বিশেষ দল।
গোয়েন্দাদের সন্দেহ রোশন খান নামে এই ব্যক্তি গত তিন-চার বছর ধরে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করছিল।
বছর ৪৫’র এই ব্যক্তির উপর সিআইডি গোয়েন্দারা বেশ কিছুদিন ধরে নজর রাখছিলেন। রোশনকে গ্রেপ্তার করার পর তাকে জয়পুরে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়।
গোয়েন্দারা মনে করছেন পাকিস্তান সীমান্ত লাগোয়া জেলা বার্মার থেকে এই ব্যক্তি মূলত সামরিক তথ্য পাকিস্তানকে সরবরাহ করতো। বার্মার রাজস্থানের পশ্চিম প্রান্তের সর্ব শেষ জেলা।
উল্লেখ্য, ভারতের ২৫০টি অত্যন্ত পিছিয়ে পড়া জেলার মধ্যে এটি অন্যতম। এর বেশ কিছুটা অংশ থর মরুভূমি দিয়ে ঘেরা। বার্মার জেলার পশ্চিমপ্রান্তে পাকিস্তান সীমান্ত।
ভারতের সামরিক দিক থেকে বার্মার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই জেলাতেই উত্তারলাই সামরিক বিমান ঘাটি বর্তমান। এটিই ভারতের প্রথম মাটির নিচে থাকা সামরিক বিমান ঘাটি।
এই অভিযানের সময় রোশন খানের বাড়ি থকে বেশ কিছু নথি উদ্ধার হয়। তবে তদন্তের স্বার্থে সিআইডি সেই নথির সম্পর্কে কিছু জানাতে অস্বীকার করে।
বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস