কলকাতা: শনিবার দিবাগত গভীররাতে কলকাতার একটি প্রেক্ষাগৃহে হটাৎ আগুন লেগে যায়। এ আগুন লাগে কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে।
বাংলাদেশ সময় রাত ১১টা ৩৫মিনিট নাগাদ আগুন লাগে। এ সময় প্রেক্ষাগৃহটি তালাবদ্ধ ছিল। প্রথমে ভিতর থকে আগুনের শিখা জ্বলতে দেখা যায়।
বডিগার্ড লাইনের বাসিন্দারা এই আগুন প্রথম দেখতে পান। তারা একতলার দরজা ভেঙ্গে ফেলেন। এ সময় প্রেক্ষাগৃহের কর্মীরা তালা বন্ধ করে চলে গিয়েছিলেন। রাত ১২টা ২৫ নাগাদ দমকলের গড়ি এসে পৌঁছায়।
পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কোন হতাহতের খবর নেই। আগুন লাগার কাণ্ড এখন জানা যায়নি। তবে মনে করা হচ্ছে- শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: এসএস