ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাব তুরস্কে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, মে ১২, ২০১৩
সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাব তুরস্কে!

ঢাকা: তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের রাইহানলি শহরে শনিবার শক্তিশালী জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। আহত হয় কয়েকশ।

সিরিয়ায় বর্তমানে গৃহযুদ্ধ চলছে। তাই তুরস্কের কর্তৃপক্ষ আশংকা করছে প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের প্রভাব তাঁদের দেশেও পড়তে পারে। এর আগে সিরিয়া-তুরস্ক দুই বছরের সংঘাতের অবসান হয় আন্তর্জাতিক কূটনৈতিক মহলের হস্তক্ষেপে। সংঘাতে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছিল।

তুরস্কের সহকারী প্রধানমন্ত্রী বুলেন্ট অরিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে এই বোমা হামলার জন্য সন্দেহ করছেন।

তিনি তুরস্কের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে জানান, সিরিয়ার শরণার্থীরা আমাদের সীমান্তে আশ্রয় নিয়েছে। আর আসাদ সরকারের বাহিনী শরণার্থীদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউই স্বীকার করেনি। এমনকি দামেস্ক থেকে এই হামলার বিষয়ে একটি মন্তব্যও করা হয়নি।

এদিকে শনিবারের হামলার পর তুরস্ক নিজেদের রক্ষার জন্য যে কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ ডাবুতোগলু হামলাকারীদের খুঁজে বের করার আশ্বাস দিয়ে জানান, হামলার সব কিছুই বের হয়ে আসবে।

প্রসঙ্গত, তুরস্ক সিরিয়ার গৃহযুদ্ধে শুরু থেকেই আসাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। তুরস্ককে বিভিন্ন সময়ে আসাদ বিরোধীদের সমর্থন করে নানা মন্তব্য করতে শোনা যায়।

যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এই হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রতি সমর্থন দিয়েছে।
হামলার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।