কলকাতা: শনিবার সন্ধেবেলায় বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ঝড়ে মাটিরঘর চাপা পড়ে মারা গিয়েছেন অপর এক ব্যক্তি।
এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঝড়বৃষ্টি শুরু হয় জেলায়। সেই সঙ্গে শুরু হয় বজ্রপাত। খড়গ্রামের ইশানপুরের বাসিন্দা কাশেম শেখ (৪০) ও টুটুন শেখ (৩৫) মাঠে কাজ করছিলেন। বজ্রপাতে দু`জনেরই মৃত্যু হয়। মারগ্রাম ও সাদল এলাকায় বজ্রপাতে আরও দু`জনের মৃত্যু হয়।
জেলার ইসলামপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বাজ পড়ে। মৃতের নাম সাইনুর ইসলাম (১৭)। এদিন সন্ধেবেলা বৃষ্টি শুরু হতেই সে একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েছিল। বজ্রপাতে তার মৃত্যু হয়। আহত হন আরও ৬ জন। তাঁরাও ওই চায়ের দোকানেই ছিলেন।
আহতদের সকলকে ইসলামপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে দৌলতাবাদে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতের নাম জরিনা বিবি (৩৫)। এ দিন নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন তিনি।
এ দিন জেলায় বজ্রপাতে অপর মৃত্যুটি হয়েছে জলঙ্গিতে। মৃতের নাম আবদুর রজ্জাক (৪৮)। সেই সময় তিনি মাঠে কাজ করছিলেন।
এদিন ভরতপুরে আমলাই গ্রামে ঝড়ে ধসে পড়ে একটি মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মান্নান শেখের (৪০)।
বাংলাদেশ সময় : ১১২২ ঘণ্টা, মে ১২, ২০১৩
এসবি/সম্পাদনা: এসএস