ঢাকা: অপহূত চার ফিলিপাইন শান্তিরক্ষীকে মুক্তি দিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ‘জারমাউক মার্টিয়ার্স ব্রিগেড’। অপহরণের এক সপ্তাহের মাথায় তাদের মুক্তি দেওয়া হলো।
গত মঙ্গলবার ইসরাইল-সিরিয়ার সীমান্তের গোলান হাইটস এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এসময় তারা জাতিসংঘের ‘ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের’ দায়িত্ব পালন করছিলেন।
অপহরণের পর পরই জারমাউক মার্টিয়ার্স ব্রিগেড শান্তিরক্ষীদের অপহরণের দায় স্বীকার করেছে। সিরিয়ার আসাদ বাহিনীর হাত থেকে নিজেদের রক্ষার জন্য ঢাল হিসেবে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় বিদ্রোহীরা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বলা হয়, অপহূতদের ইসরাইল সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মার্চে ২১ জাতিসংঘ পর্যবেক্ষককে ফিলিপাইন থেকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের অবশ্য মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর