ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শরিফকে মনমোহন-কারজাইয়ের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ১২, ২০১৩
শরিফকে মনমোহন-কারজাইয়ের শুভেচ্ছা

ঢাকা: পাকিস্তানের ঐতিহাসিক সাধারণ নিবৃাচনের ফলাফলে এগিয়ে থাকায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী ও আফগানিস্তানের প্রেসিডেন্ট।

রোববার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও হামিদ কারজাই শরিফকে ফোন করে শুভেচ্ছা জানান।



পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মির হাজার খান খোশোও শরিফকে রোববার ফোন করে শুভেচ্ছা জানিয়েচেন।

বাংলাদেশ সময় ৫টার দিকে, সাধারণ পরিষদের সরাসরি নির্বাচনের ২৭২টি আসনের মধ্যে ২৩৪টির ফলাফল প্রকাশ করে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম।

ওই ফলাফলে দেখা যায়, ১০৭টি আসনে জয় পেয়েছে পিএমএল-এন। আর ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ৩২টি, বিদায়ী ক্ষমতাসীন দল পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) পেয়েছে ২৮টি আসন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পেয়েছে ১২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৫টি আসনে জয় পেয়েছে, অন্যান্য দলগুলো ‌পেয়েছে দুটি, একটি করে আসন।

ধারণা করা হচ্ছে, নির্বাচনে জয় পেলেও এককভাবে সরকার গঠন করতে পারবে না শরিফের দল। এককভাবে সরকার গঠন করতে হলে কমপক্ষে ১৭২টি আসন পেতে হবে। এ পরিস্থিতি আঁচ করতে পেরে জোট সরকার গঠনের পরিকল্পনা করতেই ইতোমধ্যে বৈঠক ডেকেছেন নওয়াজ শরিফ।

শনিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পাকিস্তানের ঐতিহাসিক ১৪তম সাধারণ নির্বাচন হয়। তালেবানের হামলার হুমকি উপেক্ষা করে দেশটির জনগণ ভোট দেয়। ভোট গ্রহণের সময় বিচ্ছিন্ন সহিংসতায় কমপক্ষে ২৮ জন নিহত ও শতাধিক লোক আহত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।