কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এবার বিভিন্ন পেশার অতীতের একঝাঁক তারকাকে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২০ মে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এ পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রাপ্তদের তালিকায় রয়েছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, ফুটবলের তিন দিকপাল চুনী গোস্বামী, পি কে বন্দ্যোপাধ্যায় এবং তুলসীদাস বলরাম, হকির গুরুবক্স সিং। চলচ্চিত্র এবং সংগীত শিল্পীদের মধ্যে নাম রয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, সুবীর সেন প্রমুখের। আরও রয়েছেন প্রখ্যাত আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক অমিতাভ চৌধুরী।
‘বঙ্গভূষণ’ প্রাপ্তদের তালিকায় রয়েছে মহিলা ক্রিকেটের বিশ্বতারকা ঝুলন গোস্বামী এবং দাবার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াসহ আরও কয়েকজনের নাম। এর আগে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন এ পুরস্কার পেয়েছেন। সুচিত্রা সে সময় আসতে না পারলেও আরেক চলচ্চিত্রাভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন।
উল্লেখ্য, এবারের সম্মাননার তালিকায় খেলোয়াড়দের পাল্লাই ভারী। ক্রিকেটার সৌরভকে বামফ্রন্ট সরকার ‘নিজেদের লোক’ বলে প্রচারে তুলে ধরলেও কখনও কোনো বড় সম্মান দেননি বলে মমতাদের অভিযোগ রয়েছে।
‘বঙ্গবিভূষণ’ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। আর ‘বঙ্গভূষণ’ পুরস্কারে দেওয়া হবে এক লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ১২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর