ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসাম ও নাগাল্যান্ড সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মে ১২, ২০১৩
আসাম ও নাগাল্যান্ড সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুথার্জি আসাম সফরে যাচ্ছেন সোমবার। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম আসাম সফর।

সফরকালে রাষ্ট্রপতি আসাম বিশ্ববিদ্যালয়ের ১৩তম বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এছাড়াও তিনি আসাম রত্ন পুরস্কার ও শ্রীমন্ত শঙ্কর দেবা পুরস্কার প্রদান করবেন। চলতি বছর মরণোত্তর আসাম রত্ন পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট লেখিকা ডঃ ইন্দিরা মামানি রিসম গোস্বামী।

ডঃ ইন্দিরা মামানি রিসম গোস্বামী অসমিয়া সাহিত্যের অন্যতম দিকপাল। ২০১১ সালে তিনি ৬৯ বছর বয়সে পরলোক গমন করেন।

শ্রীমন্ত শঙ্কর দেবা পুরস্কার পাচ্ছেন শ্রীমতী শর্মিলা ঠাকুর। সোমবার গৌহাটির পারগজ্যতি আইটিএ সেন্টারে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসামের রাজ্যপাল যে বি পটনায়েক এবং আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ।  
এছাড়া, রাষ্ট্রপতি পাণ্ডু কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এরপর তিনি শিলচরের উদ্দেশে রওনা দেবেন।

মঙ্গলবার শিলচরে তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের ১৩ তম বার্ষিক অনুষ্ঠানের সূচনা করবেন। রাষ্ট্রপতির এই সফর ঘিরে গৌহাটি এবং শিলচরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরপর ১৪ তারিখেই (মঙ্গলবার) রাষ্ট্রপতি যাবেন নাগাল্যান্ড। সেখানে তিনি নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে সমাজ কর্মী, রাজনৈতিক নেতা, সমাজের বিশিষ্ট মানুষদের সঙ্গে নাগাল্যান্ডের পরিস্থিতি, অভাব অভিযোগ নিয়ে সরাসরি কথা বলবেন। ১৫ তারিখে রাষ্ট্রপতি লুমানিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কনভেনশনে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ১২, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।