ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হুগলীতে কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা সৎ মায়ের

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মে ১২, ২০১৩

কলকাতা: জোর করে দেওয়া বিয়েতে মত না দেওয়ায় ১৫ বছরের এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার সৎ মা ও পরিবারের আরও দুই সদস্য। আগুনে রোশনারা খাতুন নামে মেয়েটির শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে।

এ ঘটন‍ায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার এ ঘটনা ঘটে কলকাতা থেকে ৮৭ কিলোমিটার দূরে হুগলী জেলার খানাকুলে।

জানা যায়, সৎ মা ও পরিবারের সদস্যরা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলেও রাজি হয়নি নবম শ্রেণীর ছাত্রী রোশনারাকে । ক্ষুদ্ধ স্বজনরা তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। অগ্নিদগ্ধ অবস্থায় রোশনারার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তাকে আরামবাগ সাবডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেশীদের দাবি, রোশনারা যথেষ্ট ভালো ছাত্রী। কিন্তু পরিবার বেআইনিভাবে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পড়াশোনা করতে চাইলেও সৎ মা তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে বলে জানান তারা।

প্রতিবেশীরাই পুলিশকে প্রথম খবর দেন এং রোশনারার সৎ মা ও পরিবারের আরও দুই সদস্যকে পুলিশের হাতে তুলে দেন।

আটক তিনজন বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।