ঢাকা: যুক্তরাজ্যের বিজ্ঞানীরা দাবি করছেন তারা নতুন এমন এক জাতের গম আবিষ্কার করেছেন যা গমের উৎপাদন ৩০ ভাগ বাড়িয়ে দেবে। এর ফলে আগামী কয়েক দশকে বিশ্বের খাদ্য ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়-ভিত্তিক জাতীয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ নতুন প্রজাতির এই গম আবিষ্কার করেছেন।
গবেষণালব্ধ এই গম বর্তমান আধুনিক গম থেকে আকারে বড় ও শক্তিশালী।
তবে এখনই কৃষকরা মাঠে এই গম চাষাবাদ করতে পারছেন না। অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদনের জন্য আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে তাদের।
কৃষকরা খাদ্য শিল্প, বিজ্ঞানী ও সরকারকে এ বিষয়ে আরো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর