ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের বিজ্ঞানীদের নতুন গম আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মে ১২, ২০১৩
যুক্তরাজ্যের বিজ্ঞানীদের নতুন গম আবিষ্কার

ঢাকা: যুক্তরাজ্যের বিজ্ঞানীরা দাবি করছেন তারা নতুন এমন এক জাতের গম আবিষ্কার করেছেন ‍যা গমের উৎপাদন ৩০ ভাগ বাড়িয়ে দেবে। ‌ এর ফলে আগামী কয়েক দশকে বিশ্বের খাদ্য ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।



ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়-ভিত্তিক জাতীয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ নতুন প্রজাতির এই গম আবিষ্কার করেছেন।
গবেষণালব্ধ এই গম বর্তমান আধুনিক গম থেকে আকারে বড় ও শক্তিশালী।

তবে এখনই কৃষকরা মাঠে এই গম চাষাবাদ করতে পারছেন না। অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদনের জন্য আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে তাদের।

কৃষকরা খাদ্য শিল্প, বিজ্ঞানী ও সরকারকে এ বিষয়ে আরো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।