ঢাকা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়েছেন। তবে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি।
পাকিস্তান মুসলিম লিগ-এনের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করার ১৭ ঘণ্টা পরে টেলিভিশনে বিবৃতি দেন ইমরান খান।
বিভিন্ন স্থানে ভোট জালিয়াতে রোধে ব্যর্থ হওয়ার জন্য নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন ইমরান খান।
পিটিআইয়ের মুখপাত্র শিরিন মাজারি সংবাদিকদের জানান, কিছু আসনে জালিয়াতি নিয়ে একটি শ্বেতপত্র ইস্যু করতে দলকে অনুমোদন দিয়েছেন ইমরান খান।
পিটিআই প্রধান ইঙ্গিত দেন তার দল পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করবে।
রোববার বাংলাদেশ সময় সাড়ে ৭টা পর্যন্ত পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৩২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পিটিআই। প্রকাশিত ২৩৫টি আসনের মধ্যে ১০৭টি আসন পেয়েছে পিএমএল-এন। আর ২৮টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে পিপিপি।
শনিবার রাতে আংশিক ভোট গণনায় এগিয়ে থাকায় নিজেকে বিজয়ী ঘোষণা করে নওয়াজ শরিফ। শনিবার তালেবানের হুমকি উপেক্ষা করে পাকিস্তানিরা ভোট দেয়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
আট কোট ৮০ লাখ কিছু বেশি ভোটারের মধ্যে ৬০ শতাংশ ভোট দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com