ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিপিবি অফিসে বোমা হামলায় সিপিএম‘র নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, মে ১২, ২০১৩

কলকাতা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ( সিপিবি) অফিসে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের বেপরোয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কম্যুনিস্ট পার্টি- সিপিএম। সিপিএম’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করে বিবৃতি প্রকাশ করা হয়।

রোববার দিল্লিতে সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে।

সিপিএম’র পক্ষ থেকে এই ঘটনার প্রতিক্রিয়ায় বলা হয়, আক্রমণের সময় সিপিবি’র অফিসে উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক। অন্যান্য নেতাদের সঙ্গে তিনিও অল্পের জন্য রক্ষা পান।

যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারে রায় ঘোষণার পর থেকেই শুরু হওয়া হামলা ও নৈরাজ্যের নিন্দা করে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, সিপিবির ওপর হামলা রায়ের বিরুদ্ধে চক্রান্তেরই একটা অংশ।

বিবৃতিতে জানান হয়েছে, বাংলাদেশের মুক্ত-চিন্তাকে সব সময় লালন করেছে সিপিবি। সিপিএম এর পক্ষ থেকে আশা প্রকাশ হয় বাংলাদেশের তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়াছে তা সফল হবে।

এছাড়া বাংলাদেশ সরকারের কড়া অবস্থানসহ অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবীও করা হয় পার্টির পক্ষ থকে।

বোমা হামলার ঘটনায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং মৌলবাদ বিরোধী সব শক্তির বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের প্রতি সংহতি প্রকাশ করে সিপিএম।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা,মে ১২,২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।