ঢাকা: পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে। সেটি হলোও দেশটির জনগণ তাদের দেশে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলার অবসান চায়।
ফলাফলে এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উভয় দলের নেতাই তাদের নির্বাচনী প্রচারণায় পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা এবিসি নিউজকে দেওয়া ইমরান খান সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করতে হবে।
২০১২ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাকিস্তানে ড্রোন হামলা বন্ধে অনুরোধ করে ইমরান খান। ওই বছরের অক্টোবরে তিনি অভিযোগ করেন, ড্রোনবিরোধী প্রচারণা চালানোয় তাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা তাকে আটকে দিয়েছিল।
ওই সময় কানাডার টরোন্টো থেকে নিউইয়র্ককে বিমানে করে যাওয়ার সময় থাকে বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ড্রোন হামলার বিপক্ষে লংমার্চ করেন।
১১ মে নির্বাচনের দুই দিন আগে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ শরিফ বলেন, সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশের ভূমিকার ইতি ঘটাবেন।
সন্ত্রাসবিরোধী যুদ্ধ থেকে পাকিস্তান সরিয়ে আনবেন কিনা ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এ প্রশ্নে শরিফ বলেন, “হ্যাঁ, আমাদের করতেই হবে। ”
নওয়াজের দলের নির্বাচনী ইশতেহারে পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের বিষয়টি ছিল।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন.কমে ২৫১টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সময় সাড়ে ৯টার দিকে প্রকাশিত এ ফলাফলে দেখা গেছে, ১২৮টি আসনে জয় পেয়েছে পিএমএল-এন। আর ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ৩০টি, বিদায়ী ক্ষমতাসীন দল পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) পেয়েছে ৩৩টি আসন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পেয়েছে ১৫টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৫টি আসনে জয় পেয়েছে, অন্যান্য দলগুলো পেয়েছে দুটি, একটি করে আসন।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com