আগরতলা (ত্রিপুরা): শুরু হয়েছে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ট্রায়াল রান। এ প্রকল্প থেকে বাংলাদেশকে সস্তায় বিদ্যুৎ দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্য সরকার নয়াদিল্লির কাছে আবেদন করেছেন।
ঠিক হয়ে গেছে বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের দিনও। উত্তর-পূর্ব ভারতের এই বিদ্যুৎ কেন্দ্রটি ২১ জুন থেকে পুরোদমে উৎপাদন কাজ শুরু করবে বলে জানা গেছে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
রাজ্য মহাকরণের এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জী পালাটানা প্রকল্পের উদ্বোধনের জন্য রাজি হয়েছেন। এ ব্যাপারে রাষ্ট্রপতি ভবন থেকেও সবুজ সঙ্কেত এসেছে বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে জানিয়েছেন, ৯ মে থেকে শুরু হয়েছে প্রকল্পের ট্রায়াল রান। ৯ মে উৎপাদিত হয়েছে ৯৩ মেগাওয়াট বিদ্যুৎ। এই উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।
এদিকে রোববার দুপুরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০০ মেগাওয়াট। আগামী কিছু দিনের মধ্যেই পালাটানা বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিটের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে জানা যায়।
এই প্রকল্পে রয়েছে দু’টি ইউনিট। এ প্রকল্পের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৬৩.৫ মেগাওয়াট। সব মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা ৭২৬ মেগাওয়াট। তবে আপাতত চালু হতে যাচ্ছে একটি ইউনিট। প্রথম ইউনিট চালু হবার পর দ্বিতীয় ধাপে শুরু হবে দ্বিতীয় ইউনিটের কাজ।
জুন মাসের ২১ তারিখ প্রকল্পের উদ্বোধনের দিন ঠিক হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উদয়পুরের জামজুরি মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত ২০০৫ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং পালাটানা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে অনেকদিন এ প্রকল্পের কাজ থেমে থাকে। সবচেয়ে বড় সমস্যা ছিল এই প্রকল্পের ভারী যন্ত্রপাতি আনা। বাংলাদেশ সরকারের সুহৃদ ভূমিকায় সেই সমস্যার সমাধান হয়। বাংলাদেশের উপর দিয়ে আনা হয় প্রকল্পের ভারী যন্ত্রপাতি।
ত্রিপুরা সরকার এই প্রকল্প থেকে বাংলাদেশকে সস্তায় বিদ্যুৎ দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১২, ২০১৩
তন্ময়/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস