ঢাকাঃ রোববার রাতে বেলুচিস্তানের পুলিশ প্রধানের গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৬০ জন আহত। নিহতের মধ্যে একজন শিশুও রয়েছে।
নাম প্রকাশে অনিইচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ডন.কমকে জানান আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ জেনারেল মুসতাক সুখেরার গাড়ি বহরে ঢুকে যায়। তিনি আরও জানান, হামলায় আশেপাশের জানালার কাঁচ ভেঙ্গে যায় এবং পুলিশ জেনারেল অল্পের জন্য বেঁচে যান। বিস্ফোরণের শব্দ কোয়েটার অনেক দুর থেকেও শোনা যায়। এই সহিংসতা গত ১২ বছরের সহিংসতাকে ছাড়িয়ে গেছে।
পুলিশ জেনারেল মুসতাক সুখেরা জানান, বোমা হামলায় প্রায় ১০০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশ সময়ঃ ০৫০৮ ঘণ্টা, মে ১৩, ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান, নিউজরুম এডিটর/এআর