ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে মহোৎসব: নওয়াজ শরিফের নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, মে ১৩, ২০১৩
পাকিস্তানে মহোৎসব: নওয়াজ শরিফের নিরঙ্কুশ জয়

ঢাকা: অবশেষে পাকিস্তানের সাধারণ নির্বাচনে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ(পিএমএল-এন)’র নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানিদের ১৪ বছরের গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন সত্যি হল।

শনিবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মত এক নির্বাচিত সরকার থেকে আরেক সরকারে রদ-বদল হল।



এদিকে সরকারি পক্ষে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অধিকাংশ আসন হারিয়ে পরাজিত হয়। তালেবান হামলার কারণে অবাধে নির্বাচনী প্রচারণা চালাতে না পারা ধর্মনিরপেক্ষ দলগুলোর অন্যতম এটি। পিপিপির পাওয়া আসনের অধিকাংশই সিন্ধু প্রদেশের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভোট গ্রহণ সফলভাবে সম্পন্ন হলেও এসময় বিভিন্ন জায়গায় অতর্কিত হামলায় ২৪ জন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও মীর সনজিদা আলম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।