কলকাতা: ‘সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। ’ সোমবার এভাবেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
পঞ্চায়েত ভোট না করিয়ে প্রশাসক বসানো হলে রাজ্যকে এর ‘পরিণাম’ ভোগ করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে।
সাংবিধানিক সংকট হলে আইন অনুসারে সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলে। পঞ্চায়েত নির্বাচন না করিয়ে অর্ডিন্যান্সের মাধ্যমে আমলাদের প্রশাসক করে দেওয়া হলে সরকারকে পরিণাম ভুগতে হবে। আমরা চূড়ান্ত পথে যাব।
তৃণমূল নেত্রী পরিকল্পিতভাবে পঞ্চায়েত নির্বাচন চাইছেন না দাবি করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তিনি জানেন নির্বাচন হলেই হারবেন। বিধানসভায় আমাদের ভোট ওঁদের সঙ্গে ছিল। কিন্তু তিনি জানেন কংগ্রেস না থাকলে সুবিধা হবে না। তাই ভোট পেছানো হচ্ছে।
তিনি আবার তিন মাসের মধ্যে লোকসভা ভোট চাইছেন। তাঁর চাওয়াতে মানুষের কিছু যায় আসে না। কর্ণাটকের মানুষ প্রমাণ করে দিয়েছেন। আমরা পঞ্চায়েতের জন্য প্রস্তুত আছি।
মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন- তিনি জনগণের কথা মানছেন না, আইনের কথা মানছেন না। ভুল করছেন। বামেদের রোগেই আক্রান্ত তৃণমূল। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বর্ষীয়ান এ নেতা বলেন, তিনি প্রচারে দেবী হয়েছিলেন। কিন্তু তিনি তা নন, এখন ক্রমশ প্রকাশ হচ্ছে। তিনি একাধারে চিকিৎসক, শিল্পী আরও কতকিছু।
বাংলাদেশ সময় ১৩৪০ ঘণ্টা মে ১৩ম, ২০১৩
এস বি সম্পাদনা: এসএস