দিল্লি : পাঁচ বছর পর রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির বার্ষিক বেতন বাড়তে চলেছে । চলতি আর্থিক বছরে তাঁর বেতন বেড়ে দাঁড়াবে বার্ষিক ২৪ কোটি টাকা।
রিলায়েন্স‘র সব অংশীদারই আম্বানির এই বেতন বৃদ্ধির প্রস্তাবে সম্মত হয়েছেন। ২০০৮-০৯ আর্থিক বছর থেকেই আম্বানির বার্ষিক বেতন ছিল ১৫ কোটি টাকা। কয়েক বার তাঁর বেতন বৃদ্ধির প্রস্তাব এলেও তাতে রাজি হননি রিলায়েন্স কর্ণধার।
কিন্তু গত ৩১ মার্চ পুরনো অর্থবছর শেষ হওয়ার পর সংস্থার বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ‘‘রিলায়েন্স-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের বেতন বাড়িয়ে বার্ষিক ২৪ কোটি টাকা করা হয়েছে। ম্যানেজার পদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনি নিজেই উদাহরণ তৈরি করলেন।
গত বছরের অক্টোবর থেকেই আম্বানিসহ সংস্থার সব শীর্ষ কর্তার বেতন বৃদ্ধির জন্য আলোচনা চলছিল। আগের বেতন কাঠামোর আম্বানির মূল বেতন ছিল চার কোটি ১৬ লক্ষ টাকা। বিভিন্ন ভাতার পরিমাণ ছিল ৬০ লক্ষ টাকা।
বাংলাদেশ সময় : ১৪৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৩
এস পি/সম্পাদনা: এসএস