ঢাকা: চীন সীমান্তের কাছাকাছি সিয়াচিন সীমান্তে হিমবাহের ওপর ভারতের সেনাবাহিনীর এয়ার ‘মেইনটেনেস’ বিভাগের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারী দল হেলিকাপ্টারে থাকা দু’জন পাইলটকে উদ্ধার করে। তবে অনেকটা আশ্চর্যজনকভাবে দু’জন পাইলটই বেঁচে গেছেন। তাদের সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি ৩৫ ডিগ্রি ২৫ ফুট ১৬ ইঞ্চি দক্ষিণ থেকে ৭৭ ডিগ্রি ৬ ফুট ৩৪ ইঞ্চি পূর্ব স্থানাঙ্কের মধ্যে ঘটে।
সকালে ‘ধুরি’ নামের এই ‘অ্যাডভানস লাইট হেলিকপ্টার’ (এএল এইচ) আকাশে ওড়ে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই উত্তর হিমবাহ অঞ্চলে আছড়ে পড়ে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে তারণ সম্পর্কে সরকারি তথ্য এখানো পাওয়া যায়নি।
পাইলটরা আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, কারাকোরাম রেঞ্জের ৭০ কিলোমিটার দীর্ঘ এ হিমবাহটি চীনের সীমানার খুব কাছাকাছি। এটি থেকে সামান্য দূরে অবস্থিত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর