ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, মে ১৩, ২০১৩
যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে গুলি

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে মা দিবসের প্যারেডে অজ্ঞাত ব্যক্তির গুলির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দেশটির নিউ অরলিন্স অঙ্গরাজ্যের এ ঘটনায় ১৯ জন আহত হয়।

রাজ্যেটির পুলিশ বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের বয়স ১০ বছর হবে। তবে আহতদের অধিকাংশের অবস্থ‍া আশঙ্কাজনক নয়।

যুক্তরাষ্ট্রের তদন্ত বিভাগ জানায়, এই হামলার সঙ্গে সন্ত্রাসীদের কোন যোগসাজশ নেই। এটা নিছকই পথ-সংঘর্ষ।

নিউ অরলিন্সের এফবিআইয়ের মুখপাত্র মেরি বেথ বলেন, “আমরা আমাদের সকল গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। ”

বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলার একমাসের কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। বোস্টন হামলার তিনজন নিহত ও আড়াই শতাধিক লোক আহত হয়।

এর আগে গত ডিসেম্বরে কানেকটিকাটে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।