ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পিটিআই-এমকিউএমকে জোটে নিতে আগ্রহী পিএমএল-এন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মে ১৩, ২০১৩
পিটিআই-এমকিউএমকে জোটে নিতে আগ্রহী পিএমএল-এন

ঢাকা: পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেলেও এককভাবে সরকার গঠন করতে পারছে না নওয়াজ শরিফের নেতৃত্বাধীন দল পিএমএল-এন। রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে সরকার গঠন করতে।



ইতোমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে জোট সরকার গঠন নিয়ে। শনিবার ভোটের পর রোববার দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন নওয়াজ শরিফ।

বাংলাদেশ সময় সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ২৬৭টি আসনে ১৩০টিতে জয় পেয়েছে পিএমএল-এন। ৩৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে বিদায়ী ক্ষমতাসীন দল পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) এবং ২৯টি আসন পেয়ে তৃতীয় স্থানে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই ফলাফলে দেখা গেছে, মধ্য-বামপন্থি দল মুত্তাহিদা কওমি (এমকিউএম) পেয়েছে ১৭টি আসন আর স্বতন্ত্র প্রার্থীরা ২৭টি আসনে জয় পেয়েছে। ছোট ছোট দলগুলোক একটি দুটি করে আসন পেয়েছে।

২৭২টি আসনের মধ্যে ৪টির নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আর মাত্র একটি আসনের ফলাফল প্রকাশ করার বাকি রয়েছে।

জোট সরকারের অংশীদার হিসেবে এমকিউএম বা পিটিআই পছন্দ নওয়াজের দলের।   পিএমএল-এনের সিনেটর পারভেজ রশিদ জানান, পরবর্তী সরকার গঠন নিয়ে আলাপ-আলোচনা চলছে।
তিনি জানান, সরকার গঠন করতে এমকিউএম ও পিটিআইসহ সব রাজনৈতিক দলকে একীভূত করতে প্রস্তুত রয়েছে পিএমএলএল-এন।

পিএমএল-এন সূত্র জানিয়েছে,  লাহোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নওয়াজে নেতৃত্বে বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্র ও প্রদেশগুলোতে সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে ইমরান খান বিরোধী দলের নেতা ভূমিকা পালন করতে বেশ আগ্রহী। রোববার আংশিক ফলাফল দেখার পরপরেই, ইমরান খান পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা তার দল থাকবে বলে জানান। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলছেন, পার্লামেন্টে তার দল বেশ ভালোভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।

ইতোমধ্যে খাইবার পাখতুনখওয়া প্রদেশে এককভাবে সরকার গঠন করতে ইতোমধ্যে একটি চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে পিটিআই। খাইবার পাখতুনখওয়া প্রদেশের ৩৫টি আসনে অর্ধেকেরও বেশি আসনে জয় পেয়েছে পিটিআই।

পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এর মহাসচিব সিনেটর মুশাহিদ হাসান সাঈদ ইমরানের প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী দলের ভূমিকায় থাকার জন্য। তিনি বলেন, এই পরিস্থিতিতে এবং যেভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে, আমি মনে করি ইমরান খানই বিরোধী নেতা হওয়ার জন্য প্রাকৃতিক পছন্দ। ”

ইমরান খানকে যেন বিরোধী দলের ভূমিকা পালন করতে দেওয়া হয় এ জন্য সাবেক ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনা করার কথাও জানান হাসান সাঈদ। এদিকে পিপিপিও প্রস্তুতি নিচ্ছে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য।

এমকিউএম-বা পিটিআই কোনো দলই এখন পর্যন্ত নওয়াজের নেতৃত্বাধীন জোট সরকারের যোগ দেওয়ার কথা স্পষ্ট করে জানায় নি। তবে স্বতন্ত্রভাবে নির্বাচিতরা ইতোমধ্যে নওয়াজের সঙ্গে জোট বাঁধার চেষ্টা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।