ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শপথ অনুষ্ঠানে মনমোহনকে আমন্ত্রণ জানাবেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মে ১৩, ২০১৩
শপথ অনুষ্ঠানে মনমোহনকে আমন্ত্রণ জানাবেন নওয়াজ

ঢাকা: পাকিস্তানের সাধারণ নির্বাচন বিশাল ব্যবধানে জয়ী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের নেতৃত্ব সরকার গঠিত হতে যাচ্ছে।

প্রধামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন নওয়াজ শরিফ।

বিজয় নিশ্চিত জেনেই তিনি ঘোষণা দেন, ভারতের সঙ্গে তার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে।

সোমবার নওয়াজ শরিফ জানান, ইসলামাবাদে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মনমোহন সিংকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবেন তিনি।

নওয়াজ শরিফের জয়ের খবর পাওয়ার পরপরেই ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। নওয়াজে তিনি ভারত সফরের আমন্ত্রণও জানান।

নওয়াজ পাঠানো এক চিঠিতে মনমোহন লিখেছেন, “প্রিয় মিয়া সাহেব, পাকিস্তানের সাধারণ নির্বাচনে আপনার বিশাল জয়ে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য লিখছি। ”

ওই চিঠিতে পাকিস্তানের নির্বাচনকে গণতন্ত্রের জয় উল্লেখ করে মনমোহন দুই দেশের সম্পর্ক জোরদার করতে নওয়াজের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ১৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।