দিল্লি : ভারতের কর্নাটক রাজ্যের ২২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিড্ডারামাইয়া। কংগ্রেস-বিরোধী হিসেবে রাজনীতিতে যোগ দেওয়া এই নেতা শেষ পর্যন্ত কর্নাটক রাজ্যে নবনির্বাচিত কংগ্রেস সরকারেরই প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করলেন সোমবার।
দরিদ্র কৃষক পরিবারের সন্তান সিড্ডারামাইয়া রাজনৈতিক জীবনের প্রথমে ছিলেন জনতা পরিবারের সদস্য। ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন ঘোর কংগ্রেস বিরোধী।
কিন্তু ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জনতা দল (সেকুলার) থেকে বহিষ্কৃত হওয়ার পর তার রাজনৈতিক জীবনের গতিপথ বদলে যায়। এরপর যোগ দেন কংগ্রেসে। আর এর সাত বছর পর কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বসলেন বেঙ্গালুরুর গদিতে।
সোমবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতিতে ৬৪ বছরের সিড্ডারামাইয়াকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এইচ আর ভরদ্বাজ। একাই শপথ নিয়েছেন তিনি।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। রাজ্য বিধানসভার ২২৫ আসনের মধ্যে এক মনোনীত সদস্যসহ কংগ্রেস ১২১ আসন পেয়েছে।
গত ৫ মে ২২৩ আসনে ভোটগ্রহণ হয়। ৮ মে ফল প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১৩
এসপি/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস