ঢাকা: নতুন এক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনভাইরাস নামে এই ভাইরাসটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে।
আক্রান্ত ব্যক্তির দেহ থেকে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আরেকজনের দেহে এই ভাইরাস প্রবেশ করে।
ফ্রান্সে নতুন করে এক ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্ববাসীকে করোনারি ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সৌদি আরবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারাও গেছে।
করোনারি ভাইরাসে আক্রান্ত হলে ব্যক্তির নিউমোনিয়া এবং কখন কখনও কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্বব্যাপী দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারেও বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
সম্প্রতি সংস্থাটি এক খবরে জানায়, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মোট ৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৮ জন মারা গেছে।
প্রথমে সৌদি আরব থেকে জর্ডান তারপর জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯ জন সৌদি আরবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছে এবং তাদের বয়স ২৪ থেকে ৯৪ এর মধ্যে।
ধারণা করা হচ্ছে, একটি পরিবারের মাধ্যমে এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
নোবেল করোনভাইরাসের সঙ্গে ২০০৩ সালে এশিয়ায় ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের সঙ্গে যথেষ্ট মিল আছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৩ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর