ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত শেরি রেহমানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, মে ১৪, ২০১৩
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত শেরি রেহমানের পদত্যাগ

ঢাকা: যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম।

মঙ্গলবার পাকিস্তানের ডন নিউজ জানায়, শেরি রেহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী মির হাজার খান খোশোর কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন।



পাকিস্তানের বিদায়ী কোয়ালিশন সরকারের প্রধান শরীক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মনোনয়নে তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর প্রথমে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেও ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।

পরবর্তীতে বহুল বিতর্কিত ‘মেমোগেট’ কেলেঙ্কারির কারণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন পাক রাষ্ট্রদূত হোসেইন হক্কানি পদত্যাগে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত হন শেরি রেহমান। তবে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্বপালনকালীন সময়ে উভয় দেশের কূটনৈতিক ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করে পাক-যুক্তরাষ্ট্র সম্পর্ক।  

সাংবাদিক থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া শেরি রেহমানকে বেনজির উত্তর সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ও পিপিপির প্রধান ব্যক্তিত্ব আসিফ আলি জারদারির ঘনিষ্ঠভাজন হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।