কলকাতা: আবার আগুন লাগলো কলকাতার এক বহুতলে। সোমবার দিবাগত গভীর রাতে উত্তর কোলকাতার উল্টডাঙ্গায় এক ভবনের ১১ তলায় আগুন লাগে।
দমকলের তিনটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছে বিশেষ সিঁড়ি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসিন্দাদের অভিযোগ দমকল আসতে দেরি করেছে।
কোন হতাহতের খবর নেই। ওই বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দমকলের কর্মকর্তারা।
দমকলের তরফে জানান হয়েছে- আগুন লাগার কারন খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৪,২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস