ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সরকার গোপনে তাদের কার্যালয়ের এবং সাংবাদিকদের ফোন রেকর্ড জব্দ করেছিল। ২০১২ সালে দুই মাস এভাবে ফোনালাপ জব্দ করা হয়েছিল বলে সোমবার আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি জানায়।
প্রতিষ্ঠানটি সরকারের এ কাজকে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ‘মারাত্মক ও অপ্রত্যাশিত অনুপ্রবেশ’ হিসেবে উল্লেখ করেছে।
এপির প্রধান নির্বাহী গেরি প্রুইত সংস্থার ওয়েবসাইটে একটি চিঠি পোস্ট করেছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার এপিকে জানানো হয় যে বিচার বিষয়ক মন্ত্রণালয় এপির ও তার প্রতিবেদকদের ২০টির বেশি ফোন লাইনের রেকর্ড সংগ্রহ করেছে। ”
মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডারকে চিঠিতে তিনি লিখেছেন, “এসোসিয়েটেড প্রেস ও তার প্রতিবেদকদের টেলিফোন যোগাযোগে এভাবে চুপিসারে তথ্য সংগ্রহের সম্ভাব্য কোনো যৌক্তিকতা নেই। ”
এ নিয়ে এপি একটি প্রতিবেদনে ছেপেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার কেন তাদের ফোনে আড়ি পেতে ছিল তা জানায়নি।
এপির নিউইয়র্ক, হার্টফোর্ড ও ওয়াশিংটন ব্যুরো এবং মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেস গ্যালারিতে এপির একটি ফোন লাইনের রেকর্ড জব্দ করা হয়েছিল। ২০১২ সালের এপ্রিল ও মে মাসের রেকর্ড জব্দ করা হয়েছিল।
প্রতিবেদনে জানানো হয়, ২০১২ সালের ৭ মে এপি একটি স্টোরি করেছিল ইয়েমেনে সিআইএ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে আল-কায়েদার হামলার পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিট অব কলম্বিয়ার এটর্নি জেনারেল অপরাধ তদন্ত চালাচ্ছে বলে মার্কিন কর্মকর্তা জানিয়েছিল।
এপি জানায়, সরকার যাদের কথোপকথন জব্দ করেছে তাদের মধ্যে ওই স্টোরিটি যে পাঁচ প্রতিবেদক ও সম্পাদক করেছিল তারাও রয়েছেন।
ডিস্ট্রিক অব কলম্বিয়ার এটর্নির কার্যালয় সোমবার এক বিবৃতিতে ফোন রেকর্ড জব্দ করার বিষয়টি জানায়। ওই বিবৃতিতে বলা হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই ‘সচেতনভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে’ এ কাজ করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com