কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তে হার মানতে বাধ্য হলো নির্বাচন কমিশন।
রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াই ভোটের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট।
এছাড়া জুন মাসের মধ্যেই ভোট ও ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
নির্দেশনা অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ বুথে একজন করে সশস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অতি স্পর্শকাতর বুথে মোতায়েন থাকবে তিনজন সশস্ত্র পুলিশ। থাকবে দু’জন লাঠিধারী পুলিশও। তারপরও প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারে রাজ্য।
এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষিতে এ রায়কে স্বাগত জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেছেন, “এই রায় সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। ” সেইসঙ্গে ডিভিশন বেঞ্চের রায় মেনে নিয়ে তিন দফায় নির্বাচন করার পক্ষেই সায় দিয়েছেন মন্ত্রী। আদালতের রায় মেনে সরকার পর্যবেক্ষকদের তালিকাও নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে প্রস্তুত বলেও জানালেন তিনি।
উল্লেখ্য, এর আগে সিঙ্গল বেঞ্চের রায়ে সবকটি পয়েন্টে কমিশন জয়ী হলেও ডিভিশন বেঞ্চের রায়ে হার মানতে হলো রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে। তবে এ রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৩
শেখর বৈদ্য/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর