আগরতলা (ত্রিপুরা): সামুদ্রিক ঝড় মহাসেন ক্ষতি করতে পারে ত্রিপুরাতেও। এই বার্তা জানিয়েছেন রাজ্যের আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।
এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে, মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিধায়ক মনোরঞ্জন আচার্যের এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী মানিক দে ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রাথমিক হিসেব অনুযায়ী ১৫০০-এর মতো খুঁটি ভেঙে গেছে, ১০৬টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুৎ দপ্তর অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
গত বছর ১২৪৮টি অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। হুক লাইন ছিন্ন হয়েছে ৯১০৪টি। বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সার্ভিস ক্যাম্প করা হয়েছে ১১৬টি। বিধায়ক রতন লাল নাথ, বিধায়ক মনীন্দ্রচন্দ্র দাস, বিধায়ক মনোরঞ্জন আচার্য, বিধায়ক গোপাল চন্দ্র রায়ের মূল প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানান, রাজ্য বিদ্যুৎ দপ্তরের বর্তমানে প্রতিদিন গড়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন প্রায় ৯০ মেগাওয়াট। বর্তমানে রাজ্যে বিদ্যুতের দৈনিক সর্বোচ্চ চাহিদা ২৪০ মেগাওয়াট এবং ঘাটতি ১১০ মেগাওয়াট প্রায়। বিধায়ক মনোরঞ্জন আচার্যের অন্য এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবর্ষে রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরকে ৪০ কোটি টাকা গ্রাহকদের জন্য ভর্তুকি বাবদ প্রদান করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৪, ২০১৩
টিসি/সম্পাদনা: এম জে ফেরদৌস ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর