ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেনজির হত্যা মামলা: মোশাররফের রিমান্ডের মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মে ১৪, ২০১৩
বেনজির হত্যা মামলা: মোশাররফের রিমান্ডের মেয়াদ বাড়ল

ঢাকাঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিচার বিভাগীয় রিমান্ডের সময় ২৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাওয়ালপিন্ডির বিশেষ সন্ত্রাস বিরোধী আদালত(এটিসি)।



শুনানির সময় মোশাররফের ব্যারিস্টার আহমেদ রেজা কাসুরি দেশের বাইরে থাকায় তার সহকারী শুনানি মুলতবি করার আনুরোধ জানায়। আদালত অনুরোধ মঞ্জুর করেন। আদালত মোশাররফের জামিনের শুনানি ২০ মে পর্যন্ত মুলতবি করেছে।

এদিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) আইনজীবী আজহার চৌধুরী আদালতকে তার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য  অনুরোধ করেন। সরকারি পক্ষের আইনজীবীকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।
 
পাকিস্তানের রাজনীতিতে ফেরার জন্য ২৩ মার্চ যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরে আসেন মোশাররফ। ১১ মে দেশের সাধারণ নির্বাচন লড়ার কথা ছিল তার। কিন্তু নির্বাচন কমিশন তাকে অযোগ্য হিসেবে ঘোষণা করে। বর্তমানে বেনজির হত্যার ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি মামলায় লড়ছেন তিনি।

গত ১৮ এপ্রিল তার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়ে পাকিস্তানের একটি আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। ওই দিনেই পুলিশ তাকে গ্রেফতারের জন্য তার বাড়িতে যায়। তার বাড়িকে সাব-জেল ঘোষণা করে ১৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়।

১৯৯৯ সালে নওয়াজ শরিফকে উৎখাত করে ক্ষমতায় বসেন পারভেজ মোশাররফ। ২০০৮ সালে ক্ষমতা ছেড়ে দিয়ে স্বেচ্ছায় নির্বাসনে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।