কলকাতা: উন্নয়নের লড়াইয়ে সারা দেশের চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অনেক এগিয়ে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক আগে মহাকরণে তিনি পরিসংখ্যান দিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নচিত্র তুলে ধরার চেষ্টা করেন।
‘উন্নয়নের পথে, মানুষের সাথে’ শীর্ষক গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অমিত মিত্র। রাজ্য সরকার প্রকাশিত এ বইয়ে পশ্চিমবঙ্গে উন্নয়নের যে গতি দেখানো হয়েছে, তারই কিছু উল্লেখযোগ্য অংশ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি।
অর্থমন্ত্রীর দাবি, সারা দেশে জাতীয় অভ্যন্তরীণ উৎপাদন যেখানে ৪ দশমিক ৯৬ শাতংশ সেখানে, পশ্চিমবঙ্গে তা ৭ দশমিক ৬ শতাংশ। শিল্পে সর্বভারতীয় উন্নয়নের হার ৩ দশমিক ১২ শতাংশ। মমতার রাজ্যে তা দ্বিগুণ। পশ্চিমবঙ্গে কৃষিতে বৃদ্ধির হার ২ দশমিক ৫৬ শতাংশ, যার সর্বভারতীয় হার ১ দশমিক ৭৪ শতাংশ।
পরিসেবার উন্নয়নেও এগিয়ে পশ্চিমবঙ্গ। এ ক্ষেত্রে সর্বভারতীয় হার ৬ দশমিক ৫৯ শতাংশ, পশ্চিমবঙ্গে ৯ দশমিক ৪৮ শতাংশ।
অমিত মিত্র আরও জানান, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে গড়পড়তা মাথাপিছু সর্বোচ্চ ৪৫ হাজার টাকা ঋণ নিয়ে ১০ লাখ কৃষক যন্ত্রপাতি ও উপকরণ কিনেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৩
ভিএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর