ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি রাজার ভাইয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, মে ১৭, ২০১৩
সৌদি রাজার ভাইয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ

ঢাকা: সৌদি আরবের রাজা আব্দুল্লাহর ভাই মিশাল বিন আব্দুল আজিজ আল সৌদ বিরুদ্ধে অর্থ পাঁচারের অভিযোগ উঠেছে। মিশাল বিন আব্দুল আজিজ একসময় দেশটির প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন।

এছাড়া রাজা মিশালের ছেলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।

বাপ-বেটার একসময়কার ব্যবসায়িক অংশীদার জর্ডান বংশোদ্ভূত ফয়সাল আলমাহিরাত তাদের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এই নিয়ে তিনি লন্ডনের আদালতে একটি মামলাও করা হয়েছে।

প্রসঙ্গত, ফয়সাল আলমাহিরাত দীর্ঘদিন ধরে জর্ডান ছেড়ে লন্ডনে বাস করছেন।  

অভিযোগে বলা হয়েছে, রাজা আব্দুল্লাহর এই দুই আত্মীয় লক্ষ লক্ষ ডলার পাঁচার করে লেবাননের জঙ্গি গোষ্ঠী হেলিবুল্লাহকে আর্থিকভাবে সাহায্য করেছেন। এছাড়া কঙ্গোতে মূল্যবান পাথর চোরাচালানের সঙ্গে তারা জড়িত ছিলেন বলেও উল্লেখ করা হয়।

তবে তারা উভয়েই তাদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তাদের আইনজীবীরা বলছেন, আমাদের মক্কেলদের সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই অভিযোগ করা হচ্ছে। বরং তারা ফয়সাল আলমাহিরাত বিরুদ্ধে তাদের মক্কেলদের সঙ্গে ব্যবসা করার সময়ে নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ করেন।

সে যাই হোক। লন্ডনের আদালত এখন বিষয়টি মিমাংসা করবেন।

এদিকে রক্ষণশীল সৌদি আরবের স্বয়ং রাজার কাছে এমন দুইজনের বিরুদ্ধে এসব অভিযোগ উঠার পর বেশ অস্বস্তিতে আছে রাজপরিবার।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৭ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।