ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সম্পর্ক মজবুতে রাহুলকে চায় কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, মে ১৭, ২০১৩
ভারত-পাকিস্তান সম্পর্ক মজবুতে রাহুলকে চায় কংগ্রেস

নয়াদিল্লি: পাকিস্তানের জাতীয় নির্বাচনে নওয়াজ শরিফের বিজয়ের পর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরিবর্তে মন্ত্রিসভার অন্য কারো যাওয়ার কথা।  

কিন্তু, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শরিফের এই জয়ের পর ইসলামাবাদকে ইতিবাচক বার্তাই পাঠাতে চাইছে সোনিয়া গান্ধীর দল কংগ্রেস।

রাহুল গান্ধীকে কয়েক মাস পরে ইসলামাবাদ সফরে পাঠানোর কথা ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেজন্য তৈরি রয়েছেন রাহুলও।

সম্প্রতি, কাশ্মীরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নয়াদিল্লিতে একটি বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে কাশ্মীরে শান্তি ফেরানো এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী।

এখন প্রশ্ন, কেন কংগ্রেস নেতৃত্ব রাহুলকে দিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর কথা ভাবছ?    

রাজনৈতিক সূত্রে খবর, জয়ের পর নওয়াজ শরিফের পক্ষ থেকে দিল্লিকে একের পর এক ইতিবাচক বার্তা পাঠানো হচ্ছে ঠিকই, কিন্তু, এগোনোর আগে নওয়াজ সরকারের প্রথম কয়েক মাসের পদক্ষেপ দেখে নিতে চাইছে দিল্লির সাউথ ব্লক।

দু’দেশের মধ্যে গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার পর থেমে রয়েছে সামগ্রিক আলোচনা। সীমান্তে ভারতীয় সেনার শিরশ্ছেদ এবং তারও পরে সর্বজিৎ সিংহের হত্যার ঘটনার পর সম্পর্কে তিক্ততা এসেছে। বিভিন্ন বিষয় নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা থমকে গেছে। তাই, ভারত এখন দেখতে চাইছে, ‘মোল্লাতন্ত্র’ এবং ‘জঙ্গি-প্রভাব’ এড়িয়ে শান্তি প্রক্রিয়ায় কতটা এগোতে পারে পাকিস্তানের নতুন সরকার।

এমতাবস্থায় কংগ্রেসের কৌশল সরকারের শীর্ষ কর্তাকে না পাঠিয়ে দলের শীর্ষ নেতা হিসেবে রাহুলকে ইসলামাবাদে পাঠানোই ভালো। এর ফলে, তার সফরের কোনো সরকারি দায়বদ্ধতা থাকবে না, কিন্তু রাহুলকে দেশের নতুন প্রজন্মের প্রতীক হিসেবে তুলে ধরে পাকিস্তানে ইতিবাচক বার্তা পাঠানো যায়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।