ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলী হায়দারকে অপহরণের অভিযোগে ৬ জন সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক যৌথ অভিযানে শুক্রবার পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গত ৯ ডিসেম্বর নির্বাচনের মাত্র দুই দিন আগে মুলতান থেকে অপহরণ করা হয় ইউসুফ রাজা গিলানিকে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন ওয়াজির গুলু একটি আন্তঃপ্রাদেশিক অপহরণকারী গোষ্ঠী পরিচালনা করে। গিলানীর পুত্র সম্পর্কিত তথ্যের জন্য তার ওপর তদন্ত্য করা হচ্ছে।
পুলিশ ওয়াজির গুলকে গ্রেফতারের পর নওশেরা ও ছারশেদা জেলা এবং তার শহরতলি এলাকায় গিলানি পুত্রের অনুসন্ধান কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ১৭ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com