আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়েছে। আদমশুমারি অনুযায়ী ২০০১ সালে রাজ্যে নারীর যে অনুপাত ছিল, তার তুলনায় ২০১১ সালে বেড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশে নারীর সংখ্যা বেড়েছে। ২০০১ সালে ভারতে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল নয়শ’ ৩৩জন। ২০১১ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শ’ ৪০জন। গত কয়েক দশকে এবারই প্রথম ভারতে নারীর সংখ্যা বাড়লো।
ত্রিপুরাতে ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল ৯৪৮জন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নারীর সংখ্যা রাজ্যে বেড়ে হয়েছে নয়শ’ ৬১ জন। প্রতি হাজার পুরুষে ত্রিপুরায় নারীর সংখ্যা গত এক দশকে বেড়েছে ১৩জন।
দেশে পুরুষ-নারী অনুপাতের হিসাবে ত্রিপুরা রয়েছে ১৪তম স্থানে। দেশের মধ্যে একমাত্র অন্ধ্রপ্রদেশ এবং পন্ডিচেরিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। অন্ধ্রপ্রদেশে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা একহাজার ৫৩ জন এবং পন্ডিচেরিতে প্রতি একহাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১০৮৫ জন।
দেশে গত এক দশকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কমেছে বিহার, গুজরাটসহ কিছু কেন্দ্র শাসিত অঞ্চলে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর