ঢাকা: ইসরায়েলের উগ্র-গোঁড়া ইহুদিরা সেনাবাহিনীতে সদস্য নিয়োগ সংক্রান্ত একটি খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ওই খসড়ায় উগ্র-গোঁড়া ইহুদি যুবকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সামরিক বাহিনীর নিয়োগ কার্যালয়ের আশপাশের রাস্তায় ঐতিহ্যবাহী কালো কোট আর টুপি পরে কমপক্ষে ১৫ হাজার হারেদি (উগ্র-গোঁড়া) ইহুদিরা বিক্ষোভ করেন।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা বোতল, পাথর ও ধোঁয়া বোমা ছুড়ে মেরেছে। এতে পুলিশ ও বিক্ষোভকারী উভয়ের বেশ কয়েকজন আহত হয়েছে।
বর্তমান আইনে ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনার করার সময় সামরিক বাহিনীতে যোগ দেওয়া থেকে রেহাই পান উগ্র-গোঁড়া ইদুদি যুবকরা।
ইসরায়েলে যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে তাদের অধিকাংশকেই বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হয়। কিন্তু উগ্র-গোঁড়া ইহুদির যুবকরা তাদের যৌবনকালের অধিকাংশ সময় ব্যয় করেন ধর্মীয় পড়াশোনায়।
ইসরায়েলকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com