ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অভিবাসন নীতিতে সমঝোতায় পৌঁছেছে মার্কিন আইনপ্রণেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মে ১৭, ২০১৩
অভিবাসন নীতিতে সমঝোতায় পৌঁছেছে মার্কিন আইনপ্রণেতারা

ঢাকা: অভিবাসন নীতি নিয়ে সম্ভাব্য সমঝোতায় পৌঁছার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি হাউজের ডেমোক্রেট ও রিপাবলিকান দলের আইনপ্রণেতারা। বৃহস্পতিবার সাত রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতার দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পরেই এমন ঘোষণা আসল।



কংগ্রেসের সূত্র জানিয়েছে, সমঝোতার কারণে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীরা বৈধতা পাবে এবং ‘ওবামাকেয়ার’নামে পরিচিত নতুন স্বাস্থ্য সেবাও ভোগ করার সুযোগ পেতে পারে।

অবৈধ অভিবাসীদের স্বাস্থ্য সেবার আওতাভুক্ত করার বিরোধী ছিল রিপাবলিকানরা। তবে কিভাবে সমঝোতা হলো সে সম্পর্কে বৈঠকে অংশ নেওয়া ওই সাত আইনপ্রণেতার কেউ মন্তব্য করেননি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননিও তারা।

সমন্বিত অভিবাসন আইন কার্যকর করার বিষয়টি ওবামা প্রশাসনের অগ্রাধিকারে রয়েছে। কিন্তু এ সংক্রান্ত বিলটি কংগ্রেসে যেতে অনেক বাধা-বিপত্তির মুখে পড়েছে।

প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্যদের পর্যালোচনার জন্য পরিষদে বিলের খসড়া জমা দিতে হবে। ওই সময় পরিষদের জুডিসিয়ারি কমিটিতে ব্যাপক বিরোধিতার মুখোমুখি হতে পারে। কমিটিতে বেশ কয়েকজন কট্টরপন্থি রিপাবলিকান আছেন যারা সমন্বিত অভিবাসন আইনের চরম বিরোধী।

সমন্বিত অভিবাসন নীতির শুধু বিরোধীই নন তারা, তারা যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং ‌উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি শ্রমিকদের সহজে প্রবেশ করতে দেওয়ার পক্ষপাতি।

অভিবাসন নীতির ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত এক কোটি ১০ লাখ মানুষের ভাগ্য।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।