ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, মে ১৭, ২০১৩
পশ্চিমবঙ্গে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল প্রকাশ

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গে ২০১৩ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন রাজ্যের দিনাজপুরের মাসুদ রেজা।

মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন মালদা জেলার বটতলা আর্দশ হাই মাদ্রাসার ছাত্রী রোশনারা খাতুন।

এ বছর হাই মাদ্রাসায় পাসের হার ৭৭ দশমিক ৬০ শতাংশ। এবার হাই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৯৯২ জন।

আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ হাজার ৪শ’ ৯৫ জন। আলিম পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ৯৭ শতাংশ।

ফাজিল পরীক্ষায় অংশ নেওয়া পরীর্ক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৫শ’ ৫৪ জন। এখানে পাসের হার ৭৭ দশমকি ৭১ শতাংশ।

মাদ্রাসার পরীক্ষার ফলাফলে এবার ছাত্রীদের চেয়ে ছাত্রদের পাসের হার বেশি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৩
শেখর বৈদ্য/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।