কলকাতা: ইতিবাচক সম্পর্কের নিদর্শন হিসেবে ৫১ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলো পাকিস্তান।
শুক্রবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী মির হাযার খান খোশো এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের শপথ গ্রহণের আগ দিয়ে এ ঘোষণা ভারত-পাকিস্তানের বিরোধপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
ভারতীয় এ মৎস্যজীবীরা পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক ছিলেন। মানবিক বিবেচনায় এসব বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে পাকিস্তানি সূত্রে জানা গেছে।
বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণার পর খোশো আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন ইস্যুতে ভারতও এ ধরণের মানবিক দৃষ্টিভঙ্গি দেখাবে।
খোশোর দেওয়া তথ্যমতে পাকিস্তানের কারাগারে বর্তমানে অবস্থান করছে ৪৮২ জন ভারতীয় বন্দী। অপর দিকে ভারতের বিভিন্ন কারাগারে বন্দী আছে ৪৯৬ জন পাকিস্তানি।
পাকিস্তানের জেলে সবরজিত সিংহ ও ভারতের জেলে পাকিস্তানি সানাউল্লার মৃত্যুর পর ইসলামাবাদ ও দিল্লির সম্পর্কের মধ্যে জমা মেঘ, পাকিস্তানের এ ঘোষণায় কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এদিকে ইসলামাবাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভারতের কূটনৈতিক মহলও।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর