ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কান উৎসবে গহনা চুরি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, মে ১৭, ২০১৩
কান উৎসবে গহনা চুরি!

ঢাকা: এবার কান উৎসবের সঙ্গে একটি কলঙ্কের দাগ লেগে গেল। চলচ্চিত্র জগতের এই বিখ্যাত উৎসব যে শহরে চলছে সেই ফরাসি শহর কানের একটি হোটেল থেকে ১০ লাখ মার্কিন ডলার সমমূল্যের গহনা খোয়া গেছে।



ফরাসি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গহনাগুলো ছিল উৎসবে যোগ দেওয়া তারকাদের। গহনাগুলো বিখ্যাত গহনা প্রস্তুতকারক সুইস কোম্পানি শোপার্ডের কাছে জমা রাখা হয়েছিল। শোপার্ডের এক কর্মীর নিরাপদ কক্ষ থেকে  গহনাগুলো চুরি হয় ।

বুধবার দ্য গ্রেট গ্যাটসবাই সিনেমার প্রদর্শনীর মাধ্যমে পর্দা উঠে কান চলচ্চিত্র উৎসবের।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।