কলকাতা: পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষিকার প্রহারে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার একটি বিদ্যালয়ের ক্লাসে ব্যাগ ছোড়াছুড়ির শাস্তি হিসেবে শিক্ষিকা চম্পা রানী মণ্ডল ছাত্র বাপী জোয়ার্দারের (০৮) মাথা দেওয়ালে ঠুকে দিলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ মে তৃতীয় শ্রেণী পড়ুয়া বাপীর মাথা সজোরে দেওয়ালে ঠুকে দেন শিক্ষিকা চম্পা রানী মণ্ডল।
এরপর গুরুতর আহতাবস্থায় বাপীকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে র্ভতি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শিশুটিকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বাপীর মৃত্যু হয়।
এদিকে, এলাকায় বাপীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন।
অপরদিকে, এ ঘটনায় জড়িত স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধ প্রমাণিত হলে ওই শিক্ষিকার কঠোরতম শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১৭ মে, ২০১৩
কেসি/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর